গুরুতর Covid-19 রোগীর গেমচেঞ্জার মেডিসিন: রেমডেসিভির না ডেক্সামেথাসন ?

গুরুতর Covid-19 রোগীর গেমচেঞ্জার মেডিসিন: রেমডেসিভির না ডেক্সামেথাসন ?

গুরুতর Covid-19 রোগীর গেমচেঞ্জার মেডিসিন: রেমডেসিভির না ডেক্সামেথাসন ? প্রায় ৭ মাস অতিক্রান্ত হয়ে গেল Covid-19  রোগে আক্রান্ত ও মৃত্যুহার সারা পৃথিবীতে দিন দিন বেড়ে চলেছে। মৃত্যুর মিছিলকে ঠেকানোর মতো কোনো ওষুধ কয়েক দিন আগ পর্যন্তও খোঁজ পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় দেশে  প্রতিদিন ৩০-৪০ জনের মৃত্যু ঘটছে। সাধারণ মানুষ থেকে স্বাস্থ্য সেবাদানকারী কর্মী…

আতঙ্ক সৃষ্টিকারী Cobid-19 অসুখের বায়োডাটা ও চালচলন

আতঙ্ক সৃষ্টিকারী Cobid-19 অসুখের বায়োডাটা ও চালচলন

২০১৯ সালের ডিসেম্বর মাসের কথা, আতঙ্ক সৃষ্টিকারী একটা জীবাণু চীনের উহান শহরে তান্ডব শুরু করলো। মহাযুদ্ধের মতো মৃত্যুভীতি নিয়ে তার কার্যক্রম শুরু করলো। দেখাগেল একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাস যেটা শুধু চীন নয় পরবর্তিতে  সারা পৃথিবীতে আতঙ্ক সৃস্টি করেছে। বিশ্বব্যাপী এই জীবাণুর সম্ভাব্য আক্রমণ থেকে বাচার জন্য প্রতিটি দেশ তোড়জোড় শুরু করে দিলো। প্রস্তুতি নেয়া সত্ত্বেও অল্প…

Back to work and free in the community: Adopt confidence building policies

Back to work and free in the community: Adopt confidence building policies

Every corner of the world has been hit hard with the Covid-19 disease, which resulted in a lot of apprehension along with social anarchy, financial turmoil and political instability. During last 6 months, trillions of dollars have been evaporated from world treasury. At present, neither an effective vaccine nor an effective medicine is available to…

স্বল্প কার্যকর  ও সম্ভাবনাময় Covid-19 চিকিৎসার ঔষুধ ও চিকিৎসা পন্থা

স্বল্প কার্যকর ও সম্ভাবনাময় Covid-19 চিকিৎসার ঔষুধ ও চিকিৎসা পন্থা

Covid-19 একটি সম্পূর্ণ নুতুন অসুখ । ইনফ্লুয়েঞ্জা A ভাইরাসের  Corona  ফ্যামিলির অন্তর্গত SARS CoV-2 নামের Strain এ অসুখের জন্য দায়ী। ভাইরাসটি আবিস্কারের পর থেকে এ পর্যন্ত (১৫-৫-২০), বিশ্বব্যাপী প্রায় ৪৫৬৯০৫৭  লোক Covid-19 আক্রান্ত । এর মাঝে ৩০৪৭৯৪ লোক মৃত্যুবরণ করেছেন।  Covid  চিকিত্সায় এখন পর্যন্ত শতভাগ প্রমাণিত ও কার্যকর  কোনও ওষুধ পাওয়া যায়নি। ইদানিং স্বল্প কার্যকর…

Russian এবং Spanish Flu মহামারী হয়ে COVID-19: ১৩০ বৎসররের নিরীক্ষা এবং শিক্ষা

Russian এবং Spanish Flu মহামারী হয়ে COVID-19: ১৩০ বৎসররের নিরীক্ষা এবং শিক্ষা

ফুলু (Flu) অথবা ইনফুলুয়েঞ্জা, ভাইরাস দ্বারা সংক্রামক একটি রোগ । এই ইনফুলুয়েঞ্জা ভাইরাস নাক,গলা এবং ফুসফুসের মিউকোসাকে আক্রমণ করে মানুষকে অসুস্থ করে। ফলস্বরূপ রোগীদের হাঁচি, নাক দিয়ে পানি পড়া,কাশি,গলা ব্যথা, শারীর ও মাথা ব্যথা,জ্বর এবং কখনও কখনও নিউমোনিয়া হয়। সাধারণত Type A , B দুই ধরণের ইনফুলুয়েঞ্জা ভাইরাস মানুষকে আক্রান্ত করে । ১৯৩৩ সালে প্রথম…

COVID-19  অসুখের কার্যকর চিকিৎসার জন্য  বিজ্ঞানীদের অনেক প্রশ্নের যোগ বিয়োগ করতে হবে।

COVID-19 অসুখের কার্যকর চিকিৎসার জন্য বিজ্ঞানীদের অনেক প্রশ্নের যোগ বিয়োগ করতে হবে।

COVID-19  অসুখের কার্যকর চিকিৎসার জন্য  বিজ্ঞানীদের অনেক প্রশ্নের যোগ বিয়োগ করতে হবে।  Covid-19 একটি সম্পূর্ণ নুতুন অসুখ । ইনফ্লুয়েঞ্জা A ভাইরাসের  Corona  ফ্যামিলির অন্তর্গত SARS CoV-2 নামের Strain এ অসুখের জন্য দায়ী। ১৯ সালের December মাসে  চীনের উহানে একটি পশু পাখির বাজারে থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রথম সংবাদ প্রচার হয়। ভাইরাসটি আবিস্কারের পর থেকে এ…

লিভার  সিরোসিস নির্ণয় ও চিকিৎসা
|

লিভার সিরোসিস নির্ণয় ও চিকিৎসা

লিভার সিরোসিসে রক্তের CBC, ALT, AST, Bilirubin, Alkaline Phos, Gamma GT, PT, albumin করা হয়। রক্তের AFP পরীক্ষার মাধ্যমে লিভার ক্যানসারের উপস্থিতি ও পুর্বাভাস পাওয়া যায়। হেপাটাইটিস B ও C সেরোলজি করাতে হবে । সঙ্গে অনেক কিছু পরীক্ষা যেমন অটোইমিউন মার্কার, লিভারের আয়রন ও কপার ছাড়াও আরও অনেক টেষ্ট সিরোসিসের উপস্থিতি, কার্যক্ষমতা এবং কারণ নির্নয়…

লিভার সিরোসিস: সুস্থতার পথ সংকীর্ণ
|

লিভার সিরোসিস: সুস্থতার পথ সংকীর্ণ

মাংসের দোকানে কলিজা কিনতে গেলে দেখবেন কলিজার বা লিভারের রং চকলেট কালারের মত এবং কিছুটা স্পঞ্জের মত নরম। আবার দুই একটা কলিজা একটু ফ্যাকাশে ধরনের, সমগ্র লিভারের উপর সাদা ফুট ফুট পড়েছে এবং লিভারটা একটু শক্ত হয়ে গেছে। প্রথম অবস্থাটা স্বাভাবিক লিভারের চিত্র এবং পরবর্তী চিত্রটি দীর্ঘমেয়াদি হেপাটাইটিস অথবা সিরোসিসের ।   লিভার সিরোসিসে একই সঙ্গে…

একিউট ভাইরাল হেপাটাইটিসের প্রতিকার ও প্রতিরোধ
| |

একিউট ভাইরাল হেপাটাইটিসের প্রতিকার ও প্রতিরোধ

একিউট ভাইরাল হেপাটাইটিসের প্রতিকার ও প্রতিরোধ একিউট ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হলে বিশ্রামে থাকতে হবে যতদিন পর্যন্ত খাওয়ার রুচি, বমি বা বমি বমি ভাব এবং লিভার ফাংশন ভালোর দিকে না যায়। অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে। সারাদিন বিছানায় শুয়ে থাকার কোন প্রয়োজনীয়তা নেই। ক্লান্তিকর হতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং…

একিউট ভাইরাল হেপাটাইটিস জনিত জন্ডিস
| |

একিউট ভাইরাল হেপাটাইটিস জনিত জন্ডিস

একিউট ভাইরাল হেপাটাইটিস জনিত জন্ডিস কারও চোখ হলুদ দেখলে সবাই তাকে জন্ডিসের রোগী ভাবে। জন্ডিস একটা রোগ না বরং একটা রোগ লক্ষন মাত্র। বহু কারনে জন্ডিস হয় ও চোখ হলুদ দেখায়। বিভিন্ন কারনে রক্তের বিলিরুবিন পদার্থটি বাড়লে চোখ, মুখ শরীর হলুদ হয়। একই সাথে প্রসাবও হলুদ হয়। অনেকে চোখের এই হলুদ রংকে ভুল ধারনার বশবর্তী…