শুরুতেই জন্ডিসের চিকিৎসা প্রয়োজন, মালাপড়া ঝাড়ফুকে সারবে না।

শুরুতেই জন্ডিসের চিকিৎসা প্রয়োজন, মালাপড়া ঝাড়ফুকে সারবে না।

জন্ডিস কোন রোগ নয়, রোগের লক্ষ মাত্র। সাধারণ থেকে মারাত্মক লিভার ও পিত্তনালীর রোগ হতে পারে জন্ডিসের উৎস।  তাই প্রাথমিক সময়েই জন্ডিসের কারণ নির্নয় ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যযবস্থা করা উচিত। অথচ আমাাদের দেশে জন্ডিসের কারণ নির্ননয় না করেই বিভিন্ন অপচিকিৎসার মাধ্যমে রোগীকে আরও বড় ঝুকির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।এ ব্যপারে সকল স্তরের মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে।

বাংলাদেশ লিভার রোগ প্রতিরোধ ও নিরাময় সমিতি (ব্যাপটোন্ড) তাদের কার্যালয়ে এ উদ্ভুদ্ধকরন ও সচেতনতা মুলক ওয়ার্কশপের আয়োজন করেন। বিশেষজ্ঞ প্যাথলজিস্ট ডাঃ বন্দনা চক্রবর্তীর পরিচালনায় উক্ত। “জন্ডিস একটি রোগ নয়, রোগের লক্ষণ মাত্র”
শীর্ষক মুল প্রবন্ধ পাঠ করেন লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মাহবুব এহচ খান।

অধ্যাপক ডাঃ মাহবুব এইচ খান তার মুল প্রবন্ধে বলেেন, জন্ডিস মুলত লিভার ও পিত্তনালী সংক্রান্ত বিভিন্ন অসুুুখের একটি গুরুত্বপূর্ণ লক্ষন। লিভারের কোষে প্রদাহ, পিত্তনালী পথের সমস্যার কারণে পিত্তরস বাধাগ্রস্ত হওয়া এবং শরীরে লোহিত কনিকা অতিমাত্রায় ভাঙ্গার কারনে রক্তে বিলিরুবিন নামের একটি রাসায়নিক পদার্থ বেড়ে যায়। এর ফলে চোখ ও গায়ের বর্ন হলুদ হয়, প্রস্রাবও হলুুদ হয়ে থাকে- একেই আমরা জন্ডিস বলে জানি।

Similar Posts